গাড়িবহর নিয়ে প্রশ্ন,স্বচ্ছতার দাবি তাসনিম জারার সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫ সত্যজিৎ দাস: জাতীয় নাগরিক পার্টির (জানাপা) কেন্দ্রীয় নেত্রী ও জনপ্রিয় চিকিৎসক ডা. তাসনিম জারা মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দলের আরেক নেতা মোঃ সারজিস আলমের উদ্দেশ্যে একটি খোলা চিঠি প্রকাশ করেন। চিঠিতে তিনি সাম্প্রতিক সময়ে মোঃ সারজিস আলমের নিজ জেলা সফরে শতাধিক গাড়ির একটি বিশাল বহর নিয়ে প্রবেশ করাকে কেন্দ্র করে জনমনে তৈরি হওয়া প্রশ্নের সরাসরি ও স্পষ্ট জবাব চান। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন,“আপনি কিছুদিন আগেই জানিয়েছিলেন যে আপনার পকেটে মানিব্যাগও নেই,ধার করে দিন পার করছেন। সেই বাস্তবতায় শতাধিক গাড়ির এতো বড় আয়োজন কীভাবে হলো—তা জনগণের কাছে জানানো অত্যন্ত জরুরি।” তিনি আরও উল্লেখ করেন,“আমাদের দল স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতার আদর্শে প্রতিষ্ঠিত। জনগণ আমাদের কাছ থেকে ভিন্ন কিছু প্রত্যাশা করে। তাই এসব প্রশ্নের গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া আমাদের দায়িত্ব।” ডা. তাসনিম জারার খোলা চিঠিটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জানাপার স্বচ্ছ রাজনীতির বার্তা ধরে রাখার স্বার্থে দলীয় নেতাদের এ ধরনের প্রশ্নের সম্মুখীন হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। প্রসঙ্গত,জানাপা বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল,যা গড়ে উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায়। দলটি গণ-অর্থায়ন ও সদস্যদের স্বেচ্ছা চাঁদার মাধ্যমে পরিচালিত হয়। এখন দেখার বিষয়,মোঃ সারজিস আলম জনতার এই প্রশ্নের কী ধরনের ব্যাখ্যা তুলে ধরেন এবং তার জবাব কতটা সন্তোষজনক হয়। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: DhakaNational problemSpecial newsSylhet Pratidinজাতীয় নাগরিক কমিটি