ভুট্টাক্ষেতে কান্না! নবজাতক কন্যাকে জীবিত উদ্ধার ঠাকুরগাঁওয়ে সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫ হাসিনুজ্জামান মিন্টু (ঠাকুরগাঁও প্রতিনিধি): ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে ভুট্টাক্ষেত থেকে জীবিত এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে স্থানীয়রা ভুট্টা ক্ষেতে কাজ করার সময় শিশুর কান্না শুনে এগিয়ে যান এবং ফসলের ভেতরে নবজাতকটিকে দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। স্থানীয়দের ধারণা,ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটিকে সেখানে ফেলে যাওয়া হয়। তবে কে বা কারা এই মানবিক বিপর্যয় ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, “শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রাথমিক আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।” স্থানীয়রা এমন নিষ্ঠুর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিশুটির সুরক্ষা এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: ExclusiveNews updateSylhet PratidinThakurgaon