লাউয়াছড়ায় গাছের সঙ্গে ধাক্কা,রক্ষা পেল শত যাত্রীর প্রাণ

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫

বাপ্পি দেব (শ্রীমঙ্গল):

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে অতিক্রম করার সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন

 

বৃহস্পতিবার (২৯ মে) সকালে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতর পৌঁছালে রেললাইনের ওপর পড়ে থাকা একটি বিশাল গাছের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনটির লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। যাত্রীদের কেউ আহত হননি।

 

স্থানীয়রা জানান,আগের রাতের প্রবল বৃষ্টিতে লাউয়াছড়া বনের একটি পুরোনো গাছ উপড়ে পড়ে রেললাইনের ওপর। ট্রেনটি বনাঞ্চল অতিক্রম করার সময় সেটির সঙ্গে সংঘর্ষ হয়। দ্রুত বন বিভাগ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে সরিয়ে দিলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

 

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন জানান,“গাছের সঙ্গে ধাক্কায় ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে,তবে বড় কোনো ক্ষতি হয়নি। ট্রেনটি পরবর্তীতে ঢাকার উদ্দেশে যাত্রা করে।”

 

বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল বলেন, “গাছটি পুরোনো ছিল এবং ভারী বৃষ্টির কারণে মাটি নরম হয়ে উপড়ে পড়ে যায়। আমরা দ্রুত গাছ ও ডালপালা সরিয়ে পথ পরিষ্কার করি।”

 

এ দুর্ঘটনা আবারও প্রমাণ করলো-প্রাকৃতিক বনাঞ্চলের ভেতর দিয়ে চলাচলরত ট্রেনগুলোকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালনা করা জরুরি। রেল ও বন বিভাগের যৌথ তৎপরতায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হলেও,ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে আরও কার্যকর পূর্বসতর্কতা এবং প্রযুক্তিনির্ভর নজরদারি প্রয়োজন।

সিলেট প্রতিদিন/এসডি.