পাবনায় পাঁচ বছরের শিশুকে /ধ-/র্ষ/-ণ/চেষ্টার অভিযোগ: অতঃপর ব্যবসায়ী গ্রেফতার সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫ নিউজ ডেস্ক: পাবনার সদর উপজেলার গয়েশপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (১১ মার্চ) রাতে পাবনা শহরের পৈলানপুর এলাকা থেকে অভিযুক্ত আফজাল হোসেন (৪৫)কে আটক করা হয়। গ্রেফতারকৃত আফজাল গয়েশপুর হাসপাতাল পাড়ার বাসিন্দা এবং স্থানীয় বাজারের একজন ব্যবসায়ী। মামলার তথ্য অনুযায়ী,’গত ২১ ফেব্রুয়ারি বিকেলে শিশুটির মা তাকে সঙ্গে নিয়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। এ সময় আফজাল শিশুটিকে আদর করার কথা বলে কোলে তুলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। কিছুক্ষণ পর শিশুটির বড় বোন সেখানে গিয়ে সন্দেহজনক পরিস্থিতি দেখে চিৎকার দেয়। তার ডাক শুনে স্থানীয়রা ছুটে এলে আফজাল পালিয়ে যায়’। পাবনা সদর থানার (ওসি অপারেশন) সঞ্জয় সাহা জানান, শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করলে তদন্তের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে,ঘটনার আরও কোনো দিক রয়েছে কিনা,তা খতিয়ে দেখা হচ্ছে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp সারা বাংলা বিষয়: ArrestNews updatePabnaRape CaseSylhet Pratidin