কুলিক নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫ হাসিনুজ্জামান মিন্টু (রানীশংকৈল প্রতিনিধি): ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় কুলিক নদীর ব্রিজের নির্মাণকাজ দেখতে গিয়ে পানিতে ডুবে রহমতুল্লাহ (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭:৪৮ মিনিটে ফায়ার সার্ভিস কর্মীরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন। নিহত রহমতুল্লাহ রাউতনগর মধ্য পাড়া গ্রামের আ. মালেকের ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়,রহমতুল্লাহ দুপুরে স্কুল থেকে ফিরে নদীর ব্রিজের নির্মাণকাজ দেখতে যায়। সেখানে অসাবধানতাবশত পানিতে পা রেখে গর্তে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির নিথর দেহ উদ্ধার করে। রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ এরশাদুল হক জানান,পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ব্রিজ নির্মাণকাজের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp দুঃসংবাদ বিষয়: DeathNews updateSylhet PratidinThakurgaonরাণীশংকৈল