সায়হাম গ্রুপের মানবিক উদ্যোগ:২০ হাজার পরিবারের মাঝে ইফতার বিতরণ

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

শেখ জাহান রনি (মাধবপুর প্রতিনিধি):

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপ প্রতি বছরের মতো এবারও ২০ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছে। সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের উদ্যোগে এবং প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

২১ ইউনিয়ন ও ২ পৌরসভায় ইফতার বিতরণঃ-

রবিবার (১৬ মার্চ) সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী ও বহরা ইউনিয়নে সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মো. ঈশতিয়াক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

 

প্রতি বছরের মতো এবারও মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

 

মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল জানান,অনেক অসহায় মানুষ আছেন,যারা অর্থাভাবে ভালো ইফতার কিনতে পারেন না। তাদের কথা চিন্তা করেই সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল এ উদ্যোগ নিয়েছেন।

বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে তৈরি তালিকার ভিত্তিতে প্রতিটি পরিবারের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

 

সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. ঈশতিয়াক বলেন,”সায়হাম গ্রুপ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের পাশে আছে। ঈদ, পূজা, দুর্যোগ কিংবা যে কোনো সংকটে আমরা মানবিক সহায়তা প্রদান করে আসছি। মসজিদ, মন্দির, চিকিৎসা, এতিমখানা ও মানবকল্যাণমূলক বিভিন্ন কাজে আমরা সক্রিয়ভাবে ভূমিকা রেখে চলেছি।”

 

তিনি আরও বলেন,”আমরাই প্রথম নোয়াপাড়া গ্রামে শিল্পকারখানা প্রতিষ্ঠা করেছি, যা হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। মাধবপুরে শিল্প বিপ্লব শুরু হয়েছে, আমরা আজীবন মানুষের পাশে থাকতে চাই।”

 

সায়হাম গ্রুপের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনগণ। তারা মনে করেন,সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত।

 

সিলেট প্রতিদিন/এসডি.