প্রয়াত হাসান আলীর স্মরণে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৫ হাসিনুজ্জামান মিন্টু (রানীশংকৈল প্রতিনিধি): ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৪ নম্বর লেহেম্বা ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রয়াত বিএনপি নেতা ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান আলীর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। তিনি বলেন,“হাসান ভাই মইনুদ্দিন-ফখরুদ্দিন আমলের চেয়ারম্যান ছিলেন এবং টানা নয় বছর সফলভাবে ইউনিয়নবাসীর সেবা করেছেন। তাঁর মৃত্যুতে লেহেম্বা ইউনিয়নের মানুষ গভীর শোকে স্তব্ধ। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি, যিনি সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।” অনুষ্ঠানে ঠাকুরগাঁও বার অ্যাসোসিয়েশনের সদস্য এডভোকেট জয়নাল আবেদিন বলেন,“তিনি একজন উদার মনের মানুষ ছিলেন বলেই আজ এত সাধারণ জনগণ তাঁর স্মরণে একত্রিত হয়েছেন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।” উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান বলেন, “আমরা আজ বিএনপির একটি বটবৃক্ষ হারালাম। হাসান আলী ছিলেন দলের অন্যতম শক্তি, যাঁর অভাব কখনো পূরণ হওয়ার নয়।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন;-উপজেলা বিএনপির সহ-সভাপতি নূরনবী ও খলিলুর রহমান, উপজেলা যুবদলের নেতা মিঠু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আওলাদ, উপজেলা ছাত্রদলের নেতা সাব্বির, লেহেম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি সামুদ, সাধারণ সম্পাদক মুরসালিন, সংগঠনিক সম্পাদক আখতারুল ইসলাম, যুবদল নেতা মাসুদ এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী। প্রয়াত চেয়ারম্যান হাসান আলীর ভাই রৌশন আলী ও তাঁর ছেলে বাদল সকলের কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা হাসান আলীর কর্মময় জীবন ও তাঁর অবদানের কথা তুলে ধরে বলেন,“তিনি শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি ছিলেন জনগণের নেতা। তাঁর অভাব ইউনিয়নবাসী দীর্ঘদিন অনুভব করবে।” দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে,হাসান আলী ইউনিয়নবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর অবদান ও স্মৃতি লেহেম্বা ইউনিয়নের ইতিহাসের একটি গর্বিত অধ্যায় হয়ে থাকবে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp সারা বাংলা বিষয়: BNPNews updateSylhet Pratidinঠাকুরগাঁওবিএনপিরাণীশংকৈল