আমতলীতে শ্রদ্ধা ও গৌরবে স্বাধীনতা দিবস উদযাপন সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫ মাইনুল ইসলাম রাজু (আমতলী প্রতিনিধি): ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমতলীতে যথাযোগ্য মর্যাদা এবং নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। দিবসটির সূচনা হয় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। সকাল ৯টায় আমতলী উপজেলা পরিষদের সামনে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আমতলী পৌরসভা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যরা এবং বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদারও উপস্থিত ছিলেন। এরপর আমতলী থানা পুলিশ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ফায়ার সার্ভিস,আইনজীবী সমিতি, প্রেসক্লাবসহ সরকারি ও বেসরকারি সংগঠনগুলো স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। এসময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান এবং আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে অংশ নেয় পুলিশ, বিএনসিসি, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার স্কাউটসহ বিভিন্ন সংগঠন। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম কুচকাওয়াজের উদ্বোধন করেন এবং বক্তব্য দেন। উপজেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে দিবসটি হয়ে ওঠে অনন্য ও তাৎপর্যময়। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp সারা বাংলা বিষয়: 26th MarchAmtaliBargunaNews updateSylhet Pratidin