আমতলীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫ মাইনুল ইসলাম রাজু (আমতলী প্রতিনিধি): ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমতলীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন;উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান,আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, বীর মুক্তিযোদ্ধা ড. শাহআলম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সিফাতুল্লাহ। বক্তারা বলেন,মহান মুক্তিযুদ্ধের বীর সেনানিরা জাতির গর্ব। তাদের আত্মত্যাগ ও বীরত্বগাথা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উপহারস্বরূপ প্রত্যেককে একটি করে সিরামিক প্লেট ও খেজুর প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে বীর মুক্তিযোদ্ধারা সম্মানিত বোধ করেন এবং উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp সারা বাংলা বিষয়: 26th MarchAmtaliBargunaNews updateSylhet Pratidin