জগন্নাথপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫ মো. মুকিম উদ্দিন (জগন্নাথপুর প্রতিনিধি): সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ। সভায় দিবস দুটির কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন:উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভুঁইয়া,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া,কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া,পাটলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঙ্গুর মিয়া,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ,জগন্নাথপুর ফায়ার সার্ভিস ইনচার্জ মুর্শেদ আহমদ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম। এ সভায় বিএনপি,জামায়াতে ইসলামী,খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী জগন্নাথপুর পৌর শাখার সভাপতি আবুল হোসেন মো. ওয়ালি উল্লাহ,বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার,বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আফজল হোসেন। জগন্নাথপুরের বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধি ও সাংবাদিকরা সভায় অংশ নেন এবং গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের প্রচারে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন কবির (প্রতিনিধি,দৈনিক নয়া দিগন্ত),সহ-সভাপতি হুমায়ুন কবীর ফরীদি (প্রতিনিধি, দৈনিক আজকের বসুন্ধরা),অর্থ সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া (প্রতিনিধি,দৈনিক সিলেট বাণী),কার্যকরী সদস্য রিয়াজ রহমান (প্রতিনিধি,দৈনিক ভোরের কাগজ), সাংবাদিক শাহজাহান (প্রতিনিধি,দৈনিক বাংলাদেশ,খবর প্রতিদিন) ও জয়সাগর পত্রিকা মো. মুকিম উদ্দিন। প্রস্তুতি সভায় চূড়ান্ত সিদ্ধান্তঃ- ১) ২৫ মার্চ গণহত্যা দিবসে এক মিনিট নীরবতা পালন, আলোচনাসভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। ২) ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন,র্যালি,কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ৩) মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান,স্কুল-কলেজে বিশেষ আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন:”মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস আমাদের জাতীয় চেতনার প্রতীক। সকল শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে আমরা এগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করতে চাই।” উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভা ২৫ ও ২৬ মার্চের কর্মসূচিকে সুসংগঠিত ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। জাতীয় ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দিনগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানানো হয় সভায় উপস্থিত সকলের পক্ষ থেকে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp সারা বাংলা বিষয়: JagannathpurNews updateSunamganjSylhet Pratidin