চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও ৮ দফা দাবিতে সনাতনী জাগরণ জোটের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নিউজ ডেস্ক:

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করে,যেখানে তারা সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেছে। সংবাদ সম্মেলনে,জোটের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের অধিকার রক্ষায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিও উত্থাপন করা হয়।

 

এছাড়া,চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি দাবি করেন,তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মুক্তির জন্য জোটের পক্ষ থেকে সোচ্চার হতে হবে। তাদের ৮ দফা দাবির মধ্যে প্রধান দাবিগুলো হলো:

১) সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য ‘নিরপেক্ষ তদন্ত কমিশন’ গঠন: নির্যাতনের ঘটনা দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা।

২) ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন: সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করতে এই আইন প্রণয়ন করা।

৩) সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন: সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি আলাদা মন্ত্রণালয় গঠন করা।

৪) ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উন্নতি: হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টগুলোকে ফাউন্ডেশনে উন্নীত করা।

৫) ‘দেবত্তোর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন’ প্রণয়ন: অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ প্রয়োগ করা।

৬) শিক্ষাপ্রতিষ্ঠানে উপাসনালয় নির্মাণ: সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় এবং প্রার্থনা কক্ষ নির্মাণ।

৭) সংস্কৃত পালি শিক্ষা বোর্ডের আধুনিকায়ন: ঐতিহ্যবাহী সংস্কৃত পালি শিক্ষা বোর্ডের আধুনিকায়ন করা।

৮) ধর্মীয় উৎসবে ছুটি প্রদান : শারদীয় দুর্গাপূজা সহ অন্যান্য ধর্মীয় উৎসবে ছুটি প্রদান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উৎসবগুলোকে গুরুত্ব দিয়ে ছুটির ব্যবস্থা করা।

 

এসময় জোটের প্রতিনিধি প্রদীপ কান্তি দে জানান, ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশসহ সমগ্র বিশ্বের প্রতিটি মন্দিরে সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে এই প্রদীপ প্রজ্বলন কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে। এছাড়া ২১ ফেব্রুয়ারি,৮ দফা দাবি বাস্তবায়ন ও চিন্ময় কৃষ্ণ দাসসহ অন্যান্যদের মুক্তি দাবি করে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে।

 

উল্লেখ্য,কিছুদিন আগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়, যা সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। তারা মনে করেন,তাঁর গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তিনি একজন নিরীহ ব্যক্তি,যিনি ধর্মীয় ও সামাজিক বিষয়গুলো নিয়ে কাজ করছিলেন।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন;জোটের উপদেষ্টা প্রফেসর চন্দন সরকার,প্রতিনিধি রাজেশ নাহা,তন্ময় মৌল্লিক, সৌরভ গাঙ্গলী সকাল,সাজেন কৃষ্ণ বল,সৌরভ সরকার প্রমুখ।

সিলেট প্রতিদিন/এসডি.