‘তংথাই রেস্টহাউজ’ থেকে এক নারী সহ চারজন গ্রেফতার

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

নিউজ ডেস্ক:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে “তংথাই রেস্টহাউজ” থেকে তিন খদ্দেরসহ এক নারীকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) জানান,’গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাড়ে সাতটার দিকে এসআই শ্যামল কুমার নন্দী সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন ৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত ডলুছড়া এলাকার তংথাই রেস্ট হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন;
(১) জসিম উদ্দিন (৩৫),পিতা-আব্দুল মতলেব মিয়া, সাং-রূপসপুর।
(২) ইব্রাহিম সিকদার (৩৫),পিতা-মৃত নুরুল হক সিকদার, সাং-পশ্চিম ভাড়াউড়া।
(৩) ধনঞ্জয় দেববর্মা (৩৪),পিতা-মৃত দত্ত রাম দেববর্মা, সাং-ডলুছড়া। (তিনজন শ্রীমঙ্গল উপজেলার)
(৪) রাবেয়া আক্তার নিশি (২০),পিতা-আঃ আজিজ শেখ, মাতা-রাজেদা বেগম,সাং-ভোমবাগ,থানা-কালিয়া, জেলা-নড়াইল।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম আরও জানান,’গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে’।

সিলেট প্রতিদিন/এসডি.