Journalist Murder:সাংবাদিক তুরাব হত্যা মামলায় পুলিশ কন্সটেবল গ্রেফতার সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪ সিলেট প্রতিনিধিঃ সিলেটে গত জুলাইয়ে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এই ঘটনার প্রধান আসামি বলে অভিযুক্ত কনস্টেবল উজ্জ্বল সিংহকে গত রবিবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন, সোমবার, সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বিস্তারিত জানা যায়, গত ১৯ জুলাই সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার কালেক্টরেট মসজিদের পাশে ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিচারের দাবি উঠে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পুলিশের দীর্ঘদিনের তদন্তের পর কনস্টেবল উজ্জ্বল সিংহকে এই হত্যাকাণ্ডের প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয় এবং তাকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান চালানো হয়। অবশেষে, রবিবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। সোমবার সিলেট আদালতে হাজির করা হলে, পুলিশ তার বিরুদ্ধে আরও তদন্ত করার জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে এবং কনস্টেবল উজ্জ্বল সিংহকে ৫ দিনের জন্য পুলিশ কাস্টডিতে পাঠায়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটে পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম (সেবা)। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: