সিলেটে ৩০ কেজি ভারতীয় কিসমিস জব্দ সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪ সিলেট প্রতিনিধিঃ সিলেট মহানগর পুলিশ (এসএমপি) রবিবার সকাল সাড়ে ১১টায় বিমানবন্দর এলাকার বড়শলা বাইপাসে অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় কিসমিসসহ মনির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আটককৃত মনির হোসেন মাদারীপুর জেলার বাসিন্দা। সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতারকৃত মনির হোসেনের কাছ থেকে ৬০টি প্যাকেটে বস্তাবন্দী প্রায় ৩০ কেজি ভারতীয় কিসমিস উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, এই কিসমিস দেশে চোরাচালান করে বিক্রি করার উদ্দেশ্যে আনা হয়েছিল। উদ্ধারকৃত কিসমিসের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: