Criminal Arrest: শ্রীমঙ্গলে দুটি ট্রাক সহ ৬ জন আসামী গ্রেফতার সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৪ মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে পরিবেশের ভারসাম্য নষ্টকারী অবৈধভাবে বালু উত্তোলনকারী,ওয়ারেন্ট ভূক্ত সাজাপ্রাপ্ত আসামী ও নিয়মিত মামলার আসামী গ্রেফতার ৬ জনকে এবং দুটি ট্রাক জব্দ করা হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম জানান,’মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল জনাব আনিসুর রহমান মহোদয়ের তদারকীতে এ অভিযান পরিচালনা হয়েছে। অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (২৫ অক্টোবর) এএসআই রাজু কুমার বিশ্বাস,এএসআই আওলাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে পারিঃ জারী-১২/১৭ এর সাজাপরোয়ানা ওয়ারেন্ট ভূক্ত আসামী; মোঃ আব্দুল কাইয়ুম,পিতা-তাজুল ইসলাম,সাং-জানাউড়া,থানা শ্রীমঙ্গল,জেলা- মৌলভীবাজার। এদিকে জিআর ৩৬/১৭ (কমলঃ) এর ওয়ারেন্ট ভূক্ত আসামী সুমন হরিজন,পিতা-রঞ্জন হরিজন, সাং-কলেজ রোড,(সুইপার কলোনী),থানা শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজারকে গ্রেফতার করেন। অপর দিকে এসআই শ্যামল কুমার নন্দী,এএসআই মোঃ নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্স সহ ০৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত দক্ষিণ উত্তরসুরের দাশের বাজারের সংলগ্ন কালভার্টের নিকট পাকা রাস্তার উপর উপস্থিত হয়ে বালু ভর্তি দুটি ট্রাক গাড়ীকে সিগন্যাল দিয়ে দুটি ট্রাক থামিয়ে ট্রাকে থাকা আসামী ট্রাক চালক সায়েল মিয়া (২৯) ও হেলপার ইব্রাহিম (২৩)‘কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ ভাবে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের বিভিন্ন ছড়া,জমি এবং শিববাড়ী পুটিয়া গাং হতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে এলাকার ক্ষতিগ্রস্থ করে ঝুঁকিপূর্ণ ও ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে আসতেছে। আসামীগণ বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ ভাবে বালু উত্তোলন পূর্বক ভু-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট ২৪ বাংলা/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আইন-আদালত বিষয়: