ঔষধ ডিপোতে ডাকাতি,গ্রেফতার মূল হোতা

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫

বাপ্পি দেব (শ্রীমঙ্গল):

মৌলভীবাজারে তিনটি ওষুধ কোম্পানির ডিপোতে সশস্ত্র ডাকাতির ঘটনায় আন্তঃজেলা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের মূল হোতা শামীম আহমেদ (৪৫) ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা মোটরসাইকেল ব্যবহার করে জেলা থেকে জেলায় ঘুরে একই কায়দায় ডাকাতি করত।

 

পুলিশ জানায়,চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মৌলভীবাজারে একমি ফার্মার ডিপোতে প্রথম হামলা চালিয়ে ৪৮ হাজার টাকা লুট করে চক্রটি। এরপর ২৩ ফেব্রুয়ারি বেক্সিমকো ফার্মার ডিপো থেকে ৬৮ লাখ টাকা এবং ১০ মে ওরিয়ন ফার্মার ডিপো থেকে আরও ৮ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। প্রতিটি ঘটনায় মৌলভীবাজার সদর থানায় পৃথক মামলা রুজু হয়।

 

প্রথম ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমে ছিলেন এসআই জয়ন্ত সরকার,এসআই হিরণ বিশ্বাস, এসআই উৎপল সাহা,এসআই রানা মিয়া এবং এএসআই সাইদুর রহমান।

 

সিসিটিভি ফুটেজ,গোপন সূত্র ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান শনাক্ত করা হয়। ১৭ মে রাত সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের মূল হোতা শামীম আহমেদকে। এর আগে মুকিত মিয়া নামের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছিল।

 

রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর ২২ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শামীম আহমেদ। তিনি হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।

 

তার কাছ থেকে ডাকাতির টাকায় কেনা একটি নোয়া মাইক্রোবাস এবং ডাকাতির সময় ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও জব্দ করা হয় ইলেকট্রিক কাটার,হেক্সাব্লেড,কেডসসহ অন্যান্য সরঞ্জাম।

 

পুলিশ জানায়,চক্রটি দীর্ঘদিন ধরেই সিলেট বিভাগের বিভিন্ন জেলায় একই কৌশলে ডাকাতি করে আসছিল। তিন বছর আগে সিলেটের ওসমানীনগরে এটিএম বুথ ভাঙার ঘটনায়ও ঢাকা থেকে গ্রেফতার হয়েছিলেন শামীম।

 

মৌলভীবাজার সদর থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন,”প্রথম ঘটনার পর থেকেই আমরা পরিকল্পিতভাবে কাজ শুরু করি। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে একে একে চক্রের সদস্যদের শনাক্ত করছি। আমরা বাকি সদস্যদেরও ধরতে অভিযান চালাচ্ছি।”

সিলেট প্রতিদিন/এসডি.