ইয়াবা ও লাখ টাকাসহ আটক শ্রীমঙ্গলের ৫ সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, মে ১১, ২০২৫ বাপ্পি দেব (শ্রীমঙ্গল): মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে ইয়াবা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ নগদ অর্থ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় ১০ মে রাত সাড়ে ৯টার দিকে এসআই (নিরস্ত্র) সুজন কান্তি পাল সঙ্গীয় ফোর্স ও স্থানীয়দের সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন শাপলাবাগ এলাকার রেলক্রসিংয়ের পাশ থেকে অভিযান পরিচালনা করেন। অভিযানে টং দোকানের সামনে থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়: ১) মোঃ মিঠুন মিয়া (২৮),পিতা: মৃত মন্নাফ মিয়া,ঠিকানা: শাহীবাগ। ২) মোঃ ছুরুক মিয়া (৩৫),পিতা: মৃত দুরুদ মিয়া,ঠিকানা: কালাপুর। ৩) মোঃ মিরাজ মিয়া (২৬),পিতা: আলকাছ মিয়া,ঠিকানা: কালীঘাট রোড। ৪) মোঃ লিটন মিয়া (২২),পিতা: মৃত সিদ্দিক মিয়া,ঠিকানা: শাপলাবাগ। পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যে,শাপলাবাগ এলাকার বাসিন্দা এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিদা বেগম (৩৮), স্বামী: মৃত ফুল মিয়া—এর বাসায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশিতে আরও ৩ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ২,৮০,৩৫০ টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই উক্ত মাদক ও অর্থ জব্দ করা হয়। পরবর্তী ধাপে পুলিশ শাহিদা বেগমকেও গ্রেফতার করে। অভিযানে জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়,মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আইন-আদালত বিষয়: ArrestDistrict NewsLaw & CourtSreemangalSylhet Pratidin