ফেসবুক পোস্ট ঘিরে হত্যা:র‍্যাবের অভিযানে ৬ আসামি গ্রেফতার

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

সত্যজিৎ দাস:

বাল্যবিয়ে নিয়ে ফেসবুকে মত প্রকাশের জেরে নির্মমভাবে নিহত মুজিবুর রহমান হত্যা মামলায় উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এবং র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া সিপিসি-১ ইউনিটের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শাহজুল ইসলাম সোহাগ জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ মে) বিকেল ৫টা ২০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন:-

 

১। বদরুল মিয়া (২৮)

২। আফরেতা বিবি (৬৫)

৩। রোকসানা বেগম (৩৬)

৪। শেলী বেগম (২৮)

৫। আয়শা বেগম (৩২)

৬। বেগম বিবি (৪২)

তারা সবাই সিলেট এয়ারপোর্ট থানাধীন লুসাইন ও টিলাপাড়া এলাকার বাসিন্দা।

 

মামলার বিবরণ অনুযায়ী,গত ১৬ এপ্রিল দুপুর ১২টার দিকে সিলেট শহরের লুসাইন এলাকায় নিজের বাড়িতে অবস্থান করছিলেন মুজিবুর রহমান। সে সময় ফেসবুকে বাল্যবিবাহবিরোধী পোস্ট দেওয়া নিয়ে বিরোধের জেরে একদল ব্যক্তি তার বাড়িতে ঢুকে পড়ে এবং লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। আঘাতে মুজিবুর রহমান জ্ঞান হারান। পরে গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৬/৭৪,তারিখ-১৯/০৪/২০২৫, ধারা- ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৫০৬/১১৪ পেনাল কোড)।

 

র‍্যাব জানায়,তারা শুরু থেকেই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছে এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তদন্ত জোরদার করে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য গ্রেফতারকৃতদের সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি,মামলার পলাতক আসামিদের গ্রেফতার করতে র‍্যাব-৯ এর অভিযান অব্যাহত রয়েছে।

 

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়,দেশব্যাপী যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধ ও নৃশংস অপরাধ দমনে তারা প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করে যাচ্ছে,যাতে সাধারণ মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে পারে।

সিলেট প্রতিদিন/এসডি.