মাধবপুরে ৩২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৫ শেখ জাহান রনি (মাধবপুর প্রতিনিধি): হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) গভীর রাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ আব্দুল মতিন (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি নারায়নপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ নিরলসভাবে কাজ করছে, মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।” এ ঘটনায় এএসআই মামুন মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার (১৫ মার্চ) গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে মাধবপুর থানার পুলিশের ধারাবাহিক অভিযানে বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের মতে,এই ধরনের অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে মাদকের চক্র সম্পূর্ণ নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতারও প্রয়োজন রয়েছে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আইন-আদালত বিষয়: News updateSylhetSylhet Pratidinমাধবপুরহবিগঞ্জ