মাধবপুরে সেনা অভিযান,তিন দোকানে জরিমানা

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

শেখ জাহান রনি (মাধবপুর প্রতিনিধি):

পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে মাধবপুর পৌর শহরে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (১২ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শাহজীবাজার সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. বাছেতের (১৩ ইবি) নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল এবং ভোক্তা অধিকারের একজন প্রতিনিধি এতে অংশ নেন।

 

অভিযানে যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়:

১) সুধীর স্টোর: পণ্যের মূল্য তালিকা না থাকা এবং নিষিদ্ধ পলিথিন বিক্রির কারণে ৫,০০০ টাকা জরিমানা ও দোকানে থাকা নিষিদ্ধ পলিথিন জব্দ।

২) গোপাল স্টোর: নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ৫,০০০ টাকা জরিমানা।

৩) আকাশ স্টোর: একই অভিযোগে ৫,০০০ টাকা জরিমানা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা স্বচ্ছ রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

সিলেট প্রতিদিন/এসডি.