লাউয়াছড়া উদ্যান থেকে আগরগাছ চুরি,বনপ্রহরী প্রত্যাহার সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫ সত্যজিৎ দাস: কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে আগরগাছ চুরির ঘটনা বাড়ছে। গত এক সপ্তাহে অন্তত পাঁচটি গাছ কাটার অভিযোগ উঠেছে,যার মধ্যে একটি ১৫০ ফুট উচ্চতার,কোটি টাকা মূল্যের গাছ প্রধান ফটকের সামনে করাত দিয়ে কেটে নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ,বনকর্মীদের সহায়তার ইঙ্গিত পাওয়া গেছে,ফলে বন বিভাগ বিষয়টির তদন্ত শুরু করেছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলম জানান রোববার (৩০ মার্চ) জানান,’ গত শনিবার (২৯ মার্চ) প্রাথমিক তদন্তের পর বন বিভাগ মো. শফিকুর রহমান নামের এক বন প্রহরীকে লাউয়াছড়া এলাকা থেকে প্রত্যাহার করে। তিনি আরও জানান তদন্ত চলছে এবং যদি প্রমাণিত হয়,তবে ওই বন প্রহরীকে সাসপেন্ড করা হবে। স্থানীয়রা জানান,’গত বুধবার রাতে বন টহলদলের উপস্থিতিতেই প্রধান ফটকের সামনে বিশাল একটি আগরগাছের শীর্ষাংশ কেটে নেওয়া হয়। কাটা অংশের বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে। চুরি হওয়া গাছগুলোর চাহিদা বেশি,কারণ আগর কাঠ বিদেশে সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধরও বন পরিদর্শন করেছেন। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: MoulvibazarNews updateSreemangalSylhet Pratidinলাউয়াছড়া