হরিপুরে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির চেষ্টা,কসাই পলাতক সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫ হাসিনুজ্জামান মিন্টু (ঠাকুরগাঁও প্রতিনিধি): ঠাকুরগাঁওয়ের হরিপুর বটতলী এলাকায় রমজান মাসে এক অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা করা হয়। রাত তিনটার দিকে বটতলী দেহট গ্রামে একটি ভুট্টার ক্ষেতের পাশে ঘোড়া জবাই করা হয়। স্থানীয় গ্রামবাসী বিষয়টি টের পেয়ে একত্রিত হলে অভিযুক্তরা পালিয়ে যায়। অভিযোগ রয়েছে যে,দুইজন ব্যক্তি; ‘রঞ্জু ও মেহেদী ‘ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি করছিল। তারা বহুদিন ধরে এ কাজটি করছিল বলে জানায় স্থানীয়রা। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরিয়া মন্ডল বলেন,”ঘোড়ার মাংস বিক্রি করার জন্য আইনগত কোনো বিধান নেই,তবে যদি কেউ ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি করে,তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে,পলাতক কসাইয়ের বিরুদ্ধে তদন্ত চলছে।” সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: HaripurNews updateSylhet PratidinThakurgaon