জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার ক্ষতি,ফায়ার সার্ভিসের অনুপস্থিতি উদ্বেগজনক সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫ মোঃ মুকিম উদ্দিন (জগন্নাথপুর প্রতিনিধি): সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের শিয়া মার্কেটে রোববার সেহরির সময়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান,’ শনিবার রাতে সেহরি খেতে যাওয়ার পর দোকান মালিক সেবুল মিয়া বাড়ি চলে যান। রাত সাড়ে ৩টার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে তিনি ফিরে আসেন এবং স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন, তবে ততক্ষণে দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে। পুড়ে যাওয়া জিনিসপত্রের মধ্যে দুটি ফ্রিজ, টিভি, নগদ টাকা এবং অন্যান্য আসবাবপত্র অন্তর্ভুক্ত রয়েছে’। দোকান মালিক সেবুল মিয়া বলেন,”ফায়ার সার্ভিসের স্টেশন মাত্র ৫ মিনিটের রাস্তা দূরে হলেও তারা আসতে পারেনি। আমার দোকান যদি সময়মতো উদ্ধার করা হতো, তবে ক্ষতি কিছুটা কম হতে পারতো। আমি বিশ্বাস করি,এটি দুশমনি করে আগুন লাগানো হয়েছে এবং আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।” উপজেলার গুদামের সামনে ভাঙা সেতুর কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ওই এলাকায় যেতে পারছে না। সেতুর সংস্কার কাজ চলমান থাকায়,ফায়ার সার্ভিসের বড় গাড়ি সরু সড়ক দিয়ে পৌঁছাতে অসুবিধায় পড়ছে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে ছোট গাড়ির দাবি জানালেও এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সেশনের ইনচার্জ মুর্শেদ আলম বলেন,”উপজেলার সেতুর কারণে আমাদের গাড়ি ওই পাড়ে পৌঁছাতে পারছে না,এজন্য ছোট গাড়ির প্রয়োজনীয়তার কথা আমরা কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি।” এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং দ্রুত ফায়ার সার্ভিসের ছোট গাড়ির ব্যবস্থা করার দাবি জানানো হচ্ছে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: AccidentFire ServiceJagannathpurNews updateSunamganjSylhet Pratidin