মাধবপুরে ‘স্ট্যান্ড ফর এনআইডি’: ইসির অধীনেই চায় নির্বাচন অফিস সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০২৫ শেখ জাহান রনি (মাধবপুর প্রতিনিধ): জাতীয় পরিচয়পত্র (NID) সেবা নির্বাচন কমিশনের (EC) অধীনে রাখার দাবিতে দেশব্যাপী ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ কম্পাউন্ডের মেধা বিকাশ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েস দুলালের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধন চলাকালে নির্বাচন অফিসের কার্যক্রম বন্ধ থাকায় জাতীয় পরিচয়পত্র সংশোধন ও অন্যান্য সেবা নিতে আসা অনেকে দুর্ভোগের শিকার হন। সেবা না পেয়ে ফিরে যাওয়া এক ব্যক্তি বলেন, “অনেক দূর থেকে এসে দেখি অফিস বন্ধ। গুরুত্বপূর্ণ কাজ আটকে গেল।” কর্মচারীদের দাবি ও শ্লোগান:- মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানারে তাদের দাবি তুলে ধরেন। উল্লেখযোগ্য স্লোগানগুলোর মধ্যে ছিল- “দাবি মোদের একটাই, ইসির অধীনে এনআইডি চাই!” “ভোটারের বাই-প্রোডাক্ট এনআইডি, এনআইডি!” “ভোট চুরির রাস্তা ছাড়, এনআইডি স্বাধীন কর!” কর্মসূচি নিয়ে বক্তব্য দিতে গিয়ে মাধবপুর উপজেলা নির্বাচন অফিসার আবু লায়েস দুলাল বলেন,”নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। এর মর্যাদা ও স্বায়ত্তশাসন বজায় রাখা প্রয়োজন। এনআইডি সেবা ইসির অধীনেই থাকা উচিত।” উল্লেখ্য,এনআইডি সেবার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্ক চলছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, এনআইডি তাদের অধীনে থাকলে ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকবে। এই দাবিতে সারাদেশে নির্বাচন কর্মকর্তারা ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করছেন। মাধবপুরের মতো দেশের অন্যান্য স্থানেও নির্বাচন কর্মকর্তাদের মানববন্ধন অব্যাহত রয়েছে। এ বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নেয়,তা এখন দেখার বিষয়। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: HabiganjSylhetSylhet Pratidinমাধবপুরহবিগঞ্জ