Bd Cricket: বাংলাদেশের শারজায় হোঁচট, নেতৃত্বের সংকট গভীর সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪ খেলাধুলা ডেস্কঃ আজ বুধবার, শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে বাংলাদেশ টসে হেরে ফিল্ডিংয়ে নামতে বাধ্য হয়েছে। আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহীদি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ধ্বংসস্তূপের পর এবং ভারতেও দুর্দান্ত পারফরম্যান্স করতে না পারার কারণে বাংলাদেশ ইতিমধ্যেই চাপের মুখে ছিল। আর নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সব ফরম্যাট থেকে অধিনায়কত্ব ছাড়ার খবর দলের মধ্যে আরও এক ধাক্কা দিয়েছে। এই পরিস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আফগানিস্তান ও বাংলাদেশের একাদশ আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ গাজানফার, নানগেয়ালিয়া খারোত, ফজল হক ফারুকি। বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: