Death threats to Shahrukh:”শাহরুখ খানকে হত্যার হুমকি: বলিউড বাদশাহের নিরাপত্তা বাড়ানোর দাবি” সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪ বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের জীবন আবারও বিপদের মুখে পড়েছে। লরেন্স বিষ্ণোই হত্যাকাণ্ডের পর, ফয়জল খান নামে এক ব্যক্তি শাহরুখ খানকে হত্যার হুমকি দিয়েছে। এই ঘটনায় বান্দ্রা থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, হুমকিদাতা শাহরুখ খানের কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করেছে। তদন্তকারী সংস্থা ফোনের লোকেশনের মাধ্যমে হুমকিদাতাকে শনাক্ত করার চেষ্টা করছে। এই ঘটনায় শাহরুখ খানের নিরাপত্তা বাড়ানোর দাবি উঠেছে। তবে শাহরুখ খানের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি। বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিনে এইবার মন্নতে অনুরাগীদের দেখা মেলেনি। প্রতি বছর ২ নভেম্বর রাতে শাহরুখ খান মন্নতের ছাদে এসে তাঁর অনুরাগীদের সাথে দেখা করতেন। কিন্তু এইবার কঠোর নিরাপত্তার কারণে তিনি তা করতে পারেননি। গত বছর অক্টোবরে শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এরপর থেকেই তাঁর নিরাপত্তা ব্যবস্থা কড়া করে দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশ শাহরুখ খানকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে। তাঁর বাড়ি মন্নতে ২৪ ঘন্টা সশস্ত্র নিরাপত্তারক্ষীদের দ্বারা ঘেরা থাকে। এই বছরের জন্মদিনেও নিরাপত্তারক্ষীরা মন্নতের আশেপাশে কড়া নজরদারি রেখেছিলেন। ফলে অনুরাগীরা শাহরুখ খানকে দেখার সুযোগ পাননি। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: