পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার ড. মোঃ রেজাউল হক খান হবিগঞ্জের পুলিশ সুপারের পদোন্নতি সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪ হবিগঞ্জ প্রতিনিধি: পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার ড. মোঃ রেজাউল হক খান। গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুল হাসান। রবিবার (২৯ সেপ্টেম্বর) ড. মোঃ রেজাউল হল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ হবিগঞ্জের মানুষের সাথে আরও অনেক দিন কাটানোর ইচ্ছে ছিল। যোগদানের ২৬ দিনের মাথায়ই পদোন্নতির খবর এলো। কিন্তু ভাগ্যে যখন যা ঘটে মেনে নিতে হয়। সবাই আমার জন্য দোয়া রাখবেন’। উল্লেখ্য যে,পদোন্নতি পেলেও এখনও পদায়নের স্থান নির্ধারণ হয়নি ড. মোঃ রেজাউল হকের। চলতি মাসের ১ তারিখ পুলিশ সুপার হিসাবে হবিগঞ্জে যোগদান করেন তিনি। ড. মোঃ মোঃ রেজাউল হক খান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানে যোগদান করেন। দীর্ঘদিন তিনি সততার সাথে দায়িত্ব পালনের পর জাতিসংঘ শান্তি মিশনে গমন করেন। সেখানেও তিনি কৃতিত্বের স্বার রাখেন। পরবর্তীতে মিশন শেষে বাংলাদেশ পুলিশে যোগদান করে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি আবারো জাতিসংঘ শান্তি মিশনে গমন করেন। মিশন শেষে রাজশাহীর পুলিশ একাডেমি সারদায় সুনামের সঙ্গে কাজ করেন। সিলেট ২৪ বাংলা/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আইন-আদালত বিষয়: