সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জেলের মৃত্যু সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪ নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। এর মধ্যে দোয়ারাবাজারে মাছ ধরার সময় দুই জেলে এবং জামালগঞ্জে আরেক জেলে মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জনায়, সকাল ৭টায় দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে জালাল মিয়া (৩০) ও একই গ্রামের নুরুল হকের ছেলে জসিম উদ্দিন (২৮) বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতের ঘটনায় তারা মারা যান। অন্যদিকে জেলার জামালগঞ্জে গতকাল রাত সাড়ে ১২টায় বজ্রপাতের ঘটনায় শরিফ মিয়া (৩৫) নামে আরেক জেলের মৃত্যু হয়। তিনি উপজেলার কালাগোজা গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। বাড়ির পাশের নয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনি মারা যান। দোয়ারাবাজার ও জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজ্রপাতের ঘটনায় তিন জেলের মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: