কলকলিয়ায় বিএনপির বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

মোঃ মুকিম উদ্দিন (জগন্নাথপুর প্রতিনিধি):

পবিত্র রমজান মাস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর আয়োজনে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ শনিবার পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ মাঠে ৩ হাজারেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

 

এ অনুষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান। সভাটি পরিচালনা করেন সাদিকুর রহমান নান্নু,জগন্নাথপুর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য

 

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ পদপ্রার্থী কয়ছর এম আহমদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথির মধ্যে ছিলেন অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, অ্যাডভোকেট মাসুক আলম, মোঃ আব্দুল হক, আবু হুরায়রা ছাদ মাস্টার, এবং আরও অনেকে।

 

এছাড়াও,বিভিন্ন রাজনীতিবিদ,যুবদল ও ছাত্রদলের নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাহবুব হোসেন। পরে ইফতারির আয়োজন করা হয়, এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই মিলিত হয়ে একত্রে দোয়া করেন দেশ ও জাতির মঙ্গল কামনা করে।

 

এ ধরনের আয়োজন সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্যের পরিচায়ক হিসেবে প্রমাণিত হয়েছে।

সিলেট প্রতিদিন/এসডি.