শাল্লায় কৃষক সমাবেশ;অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের কৃষি ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক সমাবেশের অংশ হিসেবে সিলেটের সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ৪ নম্বর শাল্লা ইউনিয়নে এক বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

 

শাল্লার সাতপাড়া বাজারে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় কৃষক সমাবেশের সভাপতিত্ব করেন মো. মাহাতাব উদ্দিন,(আহ্বায়ক) শাল্লা উপজেলা কৃষক দল। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন এবং যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।

 

সমাবেশে বক্তারা দেশের কৃষকদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা করেন। সারের সংকট, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ,সরকারি সহযোগিতা বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার। এই সব গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। নেতারা কৃষকদের সংগঠিত হয়ে ন্যায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন;সিরাজুল ইসলাম পলাশ, (যুগ্ম আহ্বায়ক) সুনামগঞ্জ জেলা কৃষক দল,বাউল নিজাম উদ্দিন,(সুনামগঞ্জ জেলা বাউল দল),আমিরুল ইসলাম,(সুনামগঞ্জ জেলা নেতা),অরজিত বাবু,(যুবদল নেতা) হবিগঞ্জ জেলা,মাহবুব হোসেন শিশু,(যুগ্ম আহ্বায়ক) শাল্লা উপজেলা যুবদল, সাগর আহমেদ, (উপজেলা যুবদল নেতা) এইচ এম এরশাদ,( উপজেলা ছাত্রদল নেতা),সফি মিয়া,(সাবেক যুবদল নেতা), আক্তার হোসেন,বেনু মিয়া,শামীম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

 

এছাড়া,ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে কৃষক প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। তারা কৃষকদের বর্তমান দুর্দশা, নিত্যপ্রয়োজনীয় কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি এবং ফসল সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না থাকার ফলে সৃষ্ট সমস্যাগুলোর প্রতি সরকারের নজর আকর্ষণ করেন।

সমাবেশ শুরুর আগে কোরআন তেলাওয়াত করেন মিষ্টার মিয়া এবং গীতাপাঠ করেন মহাদেব দাস।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন; কৃষকরা দেশের চালিকা শক্তি। তাদের উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই তৃণমূল পর্যায় থেকে কৃষকদের সংগঠিত করা এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

 

এই সমাবেশের মাধ্যমে কৃষকদের প্রতি ন্যায়বিচার, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কৃষিপণ্য উৎপাদনে ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে একটি শক্তিশালী বার্তা প্রেরিত হয়।

সিলেট প্রতিদিন/এসডি.