সাবেক ডিআইজি ও তিন এসপি আটক;তদন্ত শুরু সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫ নিউজ ডেস্ক: পুলিশের বিভিন্ন ইউনিট থেকে সাবেক গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ তিন পুলিশ সুপারকে (এসপি) গতকাল শুক্রবার (০৭ ফেব্রুয়ারী) রাতে আটক করা হয়েছে। আজ শনিবার (০৮ ফেব্রুয়ারী) তাদের ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গেছে,মোল্যা নজরুল ইসলাম রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত ছিলেন এবং রাজশাহী জেলা পুলিশ একাডেমির সহায়তায় তাকে আটক করে ঢাকায় আনা হয়। একইদিনে রংপুর রেঞ্জে কর্মরত পুলিশ সুপার আব্দুল মান্নান,আবুল হাসনাত এবং নীলফামারী জেলার এসপি আসাদুজ্জামানকেও আটক করে রংপুর পুলিশ। আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে এসপি থাকাকালীন সময় নির্বাচনে শক্তি প্রয়োগ করেছিলেন এবং আসাদুজ্জামান নোয়াখালী জেলা পুলিশের এসপি ছিলেন। তাদের বিরুদ্ধে পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময় অভিযোগ রয়েছে,বিশেষত ছাত্র আন্দোলন দমনে শক্তি প্রয়োগের অভিযোগ। এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আইন-আদালত বিষয়: Bangladesh PoliceDhakaGazipurNews updateSylhetSylhet Pratidin