কুলাউড়ায় গৃহবধূর গালে কামড়;টিটু গ্রেপ্তার সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৫ নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় এক গৃহবধূকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে দুই বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে ৭ আগস্ট কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়,ওই দিন রাত সাড়ে ৯টার দিকে কুলাউড়া পৌরসভার লস্করপুর এলাকায় ফুল মিয়ার বাড়িতে প্রবেশ করে তোফায়েল হোসেন টিটু (৩০) নামের এক ব্যক্তি গৃহবধূকে জোরপূর্বক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিলে টিটু এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে তার বাম গালে কামড়ে মাংস তুলে ফেলে গুরুতর জখম করে। এতে গৃহবধূ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে টিটু ও সহযোগী ফুল মিয়া কিল-ঘুষি ও লাথি মেরে সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী গৃহবধূ পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাদেমনসুর এলাকার বাবুল মিয়ার মেয়ে। এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন,“অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ঘটনায় জড়িত প্রধান আসামি তোফায়েল হোসেন টিটুকে গ্রেপ্তার করা হয়েছে।” সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: ArrestedDomestic ViolenceInjured WomanWoman Abuseকুলাউড়াগৃহবধূ নির্যাতনতোফায়েল হোসেন টিটুমামলামৌলভীবাজারসিলেট প্রতিদিনসিলেটের খবর