সাদাপাথরে অভিযান: ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৫ সিলেট প্রতিদিন ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে অবৈধ পাথর উত্তোলন ও পাচার রোধে বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে চেকপোস্টে থামিয়ে প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়। এর মধ্যে ৭০টি ট্রাক থেকে প্রায় ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে ধলাই নদীতে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা। জেলা প্রশাসনের সূত্র জানায়,উদ্ধার হওয়া পাথরের বড় অংশ ইতোমধ্যে নদীতে প্রতিস্থাপন শুরু হয়েছে,যাতে প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ পুনরুদ্ধার হয়। একই সঙ্গে অবৈধ পাথর ব্যবসার সঙ্গে জড়িত প্রভাবশালীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে এ লুটপাট বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন,“প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ বাঁচাতে এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে পাথর উত্তোলন,মজুত বা পাচারে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।” প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,অবৈধভাবে উত্তোলিত সব পাথর উদ্ধার এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় না আনা পর্যন্ত এই অভিযান চলবে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: Companiganj Sadapathor newsDholai River stone recoveryillegal stone businessSylhet stone recoveryধলাই নদী পাথর উদ্ধারসাদাপাথর অভিযানসিলেট পর্যটনকেন্দ্র খবরসিলেট প্রতিদিনসিলেটের খবর