স্বপ্ন ভস্ম-আগুনে পুড়ল ১০ লাখ টাকার সম্পদ সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫ বাপ্পি দেব (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন গ্রামের সরদার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার রাতারাতি নিঃস্ব হয়ে পড়েছে। আগুনে পুড়ে গেছে নগদ অর্থ,স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ১টার দিকে নজরুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দার ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান,আগুন দেখতে পেয়ে তারা ছুটে এসে পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। অগ্নিকাণ্ডে ঘরে থাকা দুই লাখ চুয়াত্তর হাজার টাকা নগদ, আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কার,তিন লাখ টাকার আসবাবপত্র, ধান-চাল,গবাদিপশুসহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ সম্পূর্ণভাবে পুড়ে যায়। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তবে স্থানীয়দের সহযোগিতায় তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় পর্যন্ত পুরো ঘরটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। নজরুল ইসলাম বলেন,”সব কিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে। পরিবার-পরিজন নিয়ে নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছি।” প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে শ্রীমঙ্গল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নজরুল ইসলাম। ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিকভাবে এক বস্তা চাল ও দুই বান টিন সহায়তা প্রদান করেন। স্থানীয়দের দাবি,ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সহায়তা খুবই জরুরি। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: Fire IncidentMoulvibazarNews updateSreemangalSylhet Pratidin