চা-বাগান থেকে জাতীয় দলে সামুয়েল

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

বাপ্পি দেব (শ্রীমঙ্গল):

বাংলাদেশের ফুটবল অঙ্গনে নতুন আলো জ্বালিয়েছেন সামুয়েল রাকসাম। শ্রীমঙ্গল উপজেলার মাজদিহি চা বাগানের এক তরুণ,যিনি এখন দেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

 

অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ফুলছড়া গারো লাইন এলাকায় বেড়ে ওঠা সামুয়েল ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল ভীষণ ভালোবাসা। প্রতিকূলতা পেরিয়ে,ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির কোচ সালেহ আহমেদের অধীনে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি করেছেন তিনি।

 

তার প্রতিভার স্বীকৃতি আসে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে। জাতীয় দলের হয়ে মাঝমাঠে বল দখল,পজিশনিং এবং সৃজনশীল পাসিংয়ে সবাইকে মুগ্ধ করেন সামুয়েল। যদিও বাংলাদেশ ফাইনালে শিরোপা জিততে পারেনি, সামুয়েলের পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের মনে গেঁথে গেছে।

 

ফুটবল প্রেমিরা বলছেন,সামুয়েলের উত্থান প্রমাণ করে—প্রতিভা কোনো ভৌগোলিক সীমারেখায় বাঁধা নয়। দেশের প্রত্যন্ত এলাকা,এমনকি চা-বাগান থেকেও উঠে আসতে পারে আন্তর্জাতিক মানের খেলোয়াড়—শুধু দরকার সঠিক পরিচর্যা ও সুযোগ।

 

তৃণমূল পর্যায়ে এমন প্রতিভাবানদের পেশাদার ফুটবলে রূপান্তর করতে হলে প্রয়োজন কাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ এবং মানসিক সহায়তা। সামুয়েল রাকসাম এখন শুধু একটি নাম নয়,সে এক প্রেরণা।

সিলেট প্রতিদিন/এসডি.