বর্জ্য ও শব্দদূষণে অতিষ্ঠ গ্রাম,মানববন্ধনে হুঁশিয়ারি

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মে ১৯, ২০২৫

বাপ্পি দেব (শ্রীমঙ্গল):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিল্প কারখানার বর্জ্য ও শব্দ দূষণের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৯ মে) দুপুরে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজাপাড়া এলাকায় রশনি পলি ফাইবার কোম্পানি লিমিটেড-এর সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী গ্রামবাসী।

 

মানববন্ধনে স্থানীয় রাজাপাড়া ও বাদে-আলিশা গ্রামের শতাধিক বাসিন্দা অংশ নেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিষাক্ত বর্জ্য ও পানি পাইপের মাধ্যমে সরাসরি পাহাড়ি ছড়ায় ফেলছে, যার ফলে এলাকার কৃষিজমি, মাছের উৎস এবং গবাদিপশু ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

স্থানীয়দের আরও অভিযোগ,গ্রামবাসীর বসতবাড়ির কাছে অবস্থিত এই কারখানায় দিন-রাত মেশিন চালানোর ফলে তীব্র শব্দদূষণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। অভিযোগ করা সত্ত্বেও দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তারা।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন ভূনবীর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল আহাদ,গ্রামবাসী মনা মিয়া,রাসেল মিয়া,রহিম মিয়া,সোহেল মিয়া ও আল আমিন। তারা বলেন,“৩০ মে’র মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাবো।”

 

মানববন্ধনের সময় কারখানার মূল ফটক তালা দিয়ে বন্ধ রাখা হয়। সাংবাদিকরা দায়িত্বশীল কারো বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও কারখানার পক্ষ থেকে জানানো হয়,কোনো প্রতিনিধি উপস্থিত নেই এবং পরবর্তী সময়ে কথা বলা হবে।

 

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন,“ঘটনার বিষয়ে জানতে পেরেছি। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

তবে ভিন্ন কথা বলছে পরিবেশ অধিদপ্তর। মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহিদুল ইসলাম বলেন, “এই প্রতিষ্ঠানের বিষয়ে আমাদের কাছে ইতিবাচক প্রতিবেদন রয়েছে। তারা পুরাতন প্লাস্টিক পরিষ্কার করে তুলা উৎপাদন করে। কোনো ক্ষতিকর কেমিকেল ব্যবহৃত হয় না। তবে নতুন করে অভিযোগ উঠলে তদন্ত করে দেখা হবে।”

পরিবেশ সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সিলেট প্রতিদিন/এসডি.