চা শিল্প টিকবে,বাড়বে শ্রমিক মজুরি:সাখাওয়াত হোসেন

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫

বাপ্পি দেব (শ্রীমঙ্গল):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শিল্প ও শ্রমিকদের জীবনমান উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সরকার প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে। শনিবার (১৭ মে) শ্রম দপ্তরে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

 

তিনি বলেন,“চা শিল্প দেশের গর্ব ও রপ্তানিমুখী একটি ঐতিহ্যবাহী খাত। এই শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না। চা শ্রমিকদের মৌলিক অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার সচেষ্ট।”

 

তিনি আরও জানান,চায়ের দাম বাড়লে তার অনুপাতে শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে এবং এ বিষয়ে চা বোর্ডের সঙ্গে আলোচনা হবে। নির্বাচন সংক্রান্ত প্রশ্নে তিনি স্পষ্ট বলেন,“এটা আমার দায়িত্ব নয়। আমার কাজ শ্রমিকদের কল্যাণ দেখা।”

 

সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন,“চায়ের নিলাম মূল্য উৎপাদন খরচের নিচে থাকায় শ্রমিকদের নির্ধারিত সময়মতো মজুরি দিতে সমস্যা হচ্ছে। সরকার এ পরিস্থিতির উন্নয়নে উদ্যোগ নিচ্ছে।”

 

সভায় আরও উপস্থিত ছিলেন;

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) ওমর মোঃ ইমরুল মহসিন।

শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদ।

অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক।

মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন।

 

চা শ্রমিকদের পক্ষে বিজয় হাজরা,গীতারানী কানু ও পংকজ কন্দসহ অনেকেই বক্তব্য দেন। তারা মজুরি,চিকিৎসা,শিক্ষা, সুপেয় পানি ও স্যানিটেশন সংকটের বাস্তব চিত্র তুলে ধরেন।

 

এ সময় শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজনের দাবিও জোরালোভাবে ওঠে। প্রতিনিধিরা বলেন,নির্বাচন হলে শ্রমিকদের প্রকৃত প্রতিনিধি নির্ধারিত হবে এবং সংগঠন আরও সক্রিয়ভাবে শ্রমিক স্বার্থ রক্ষা করতে পারবে।

 

সভা শেষে উপদেষ্টা সাখাওয়াত হোসেন শ্রম দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন,যা পরিবেশ সচেতনতার বার্তা বহন করে।

সিলেট প্রতিদিন/এসডি.