জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫ মোঃ মুকিম উদ্দিন (জগন্নাথপুর প্রতিনিধি): সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (১৬ মার্চ) সকালে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সোনাতনপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত যুবক শ্রীভাস সরকার (২৩), ওই গ্রামের গোপাল সরকারের ছেলে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান,গত রাতে খাওয়া-দাওয়া শেষে শ্রীভাস তার শয়ন কক্ষে ঘুমাতে যান। সকালে তার বোন শুক্লা সরকার তাকে ডাকতে গিয়ে ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: JagannathpurNews updateSunamganjSylhet Pratidin