Tawhid Afridi:তৌহিদ আফ্রিদির বিয়ে নিয়ে বিভ্রান্তি সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪ বিনোদনঃ দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৌহিদ আফ্রিদির বিয়ের খবরে হইচই পড়ে গেলেও পরে জানা যায়, তিনি রাইসাকে নয়, তার যমজ বোন রিসাকে বিয়ে করেছেন। রিসার বাবা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা লেফট ব্যাক মোহাম্মদ সোহেল আল-মাসুম। তৌহিদ আফ্রিদির বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তার নিজস্ব প্রতিষ্ঠান মাইটিভি তাদের ফেসবুক পেজে আফ্রিদি ও রিসার বিয়ের একটি ফটোকার্ড শেয়ার করে। তবে অনেকেই ভেবেছিলেন আফ্রিদি রাইসাকে বিয়ে করেছেন। পরে রাইসা নিজেই ফেসবুকে লিখেছেন যে, তিনি বিবাহিত এবং বিয়ে করেছেন তার যমজ বোন রিসা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই বিষয়ে বিভ্রান্ত হয়েছিলেন এবং তাদের ভুল বুঝাবুঝি নিয়ে কমেন্ট করেছিলেন। যমজ বোন রাইসা ও রিসা একসাথে একটি অনলাইন কাপড়ের দোকান চালান। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একসাথে অনেক ছবি দেখা যায়। এদিকে, তৌহিদ আফ্রিদির বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও কেউই তা নিশ্চিত করতে পারছিলেন না। পরে আফ্রিদির ঘনিষ্ঠ এক বন্ধু নিশ্চিত করেছেন যে, তিনি পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা আল রোজার বিয়ের খবর ছড়িয়ে পড়লে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনিই রাইসা আর রিসা, যমজ বোনের মধ্যে একজন। তিনি আরও জানিয়েছেন যে, তিনি গত বছরই বিয়ে করেছেন। তবে তিনি তৌহিদ আফ্রিদির সাথে তার বিয়ের বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি এই বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করতে চাননি। আফ্রিদির এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, তিনি আফ্রিদির বিয়ের খবরে খুশি হয়েছেন। তিনি ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও আফ্রিদিকে শুভকামনা জানিয়েছেন। বিয়ের অনুষ্ঠানটি পারিবারিকভাবে করা হয়েছে এবং বিস্তারিত তথ্য আফ্রিদি নিজেই পরে জানাবেন বলে তিনি জানিয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদিকে নিয়ে যেসব গুঞ্জন ছিল, তার পর থেকেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন সক্রিয় দেখা যায় না। সম্প্রতি তার বিয়ের খবর ছড়িয়ে পড়ায় আবারো তিনি আলোচনায় এসেছেন। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: