Asish Kha’s Death: সঙ্গীত জগতের অমূল্য রত্ন ওস্তাদ আশীষ খাঁ আর নেই

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪
বিনোদনঃ

উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ সরোদ বাদকদের একজন, কিংবদন্তি ওস্তাদ আশীষ খাঁ আর আমাদের মাঝে নেই। শুক্রবার ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এই মর্মান্তিক সংবাদটি জানানো হয়েছে। পেজে একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, “গভীর শোকের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় ওস্তাদ আশীষ খাঁ আর আমাদের মাঝে নেই। তাঁর সঙ্গীত আমাদের হৃদয়ে চিরকাল বাজতে থাকবে। তিনি আমাদের জন্য এক অমূল্য সম্পদ ছিলেন।”

ওস্তাদ আশীষ খাঁর মৃত্যুতে সঙ্গীত জগতসহ গোটা দেশ শোকাহত। তাঁর সঙ্গীত আমাদের হৃদয়ে চিরকাল জ্বলজ্বল করবে।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক অনন্য প্রতিভা ছিলেন ওস্তাদ আশীষ খাঁ । সঙ্গীত জগতের এই কিংবদন্তি, ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ও ওস্তাদ আলী আকবর খাঁর ছেলে, তাঁর মৃত্যুতে সারা দেশ শোকাহত।

১৯৩৯ সালে ভারতের মাইহারে জন্মগ্রহণকারী আশীষ খাঁ মাত্র বারো বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে পারফর্ম করেছিলেন। তিনি দাদা ও বাবার সঙ্গে কলকাতার ‘তানসেন মিউজিক কনফারেন্স’-এও অংশগ্রহণ করেছিলেন। একজন অভিনয়শিল্পী, সুরকার এবং পরিচালক হওয়ার পাশাপাশি, তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ আর্টস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সান্তা ক্রুজের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিখিয়েছেন।  

ওস্তাদ আশীষ খাঁ শুধু একজন সঙ্গীতজ্ঞই ছিলেন না, তিনি ছিলেন একজন শিল্পী, একজন শিক্ষক এবং একজন সংস্কৃতি প্রচারক। তাঁর সঙ্গীত ছিল শুধু শ্রবণানন্দই দেয়নি, তা ছিল এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের এক অধ্যায়ের অবসান ঘটেছে।

সিলেট ২৪ বাংলা/বিডিবি