রাবি’তে শিমুল মৃত্যুর ঘটনায় অনুসন্ধান কমিটি গঠন

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

নিউজ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিমুল নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঘিরে অনুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিহত শিক্ষার্থীর পরিবারের দাবি;শিমুলকে পেটানো হয়েছে, তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে,তার মৃত্যু সড়ক দুর্ঘটনার কারণে। বিষয়টি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনকে আহ্বায়ক করে তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে।

 

অধ্যাপক মাঈন উদ্দীন জানিয়েছেন,ঘটনায় অনেক প্রত্যক্ষদর্শী ছিল এবং সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে। তিনি বলেন,পোস্ট মর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে এবং তার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব শিহাবের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সবার ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি আরো জানান,ঘটনা নিয়ে একটি তদন্ত কমিটি কাজ করছে এবং প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

 

উল্লেখ্য,গত ২৩ জানুয়ারি রাতে শিমুল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেন। তবে তার পরিবার ও বন্ধুদের অভিযোগ,তাকে পেটানো হয়েছে। এর প্রতিবাদে গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে স্থানীয়রা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

সিলেট প্রতিদিন/এসডি.