লংলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তীতে শিক্ষকদের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান ভিসি’র সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫ তিমির বনিক: লংলা আধুনিক ডিগ্রি কলেজে রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে শিক্ষকদের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি। মৌলভীবাজারের কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনে লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান রবিবার (১৯ জানুয়ারি) জানান;” গতকাল শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় সংগীত ও স্বাধীনতার গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়”। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন;জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমনুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. খন্দকার মো. আশরাফুল মুনিম। এছাড়া অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীকে। প্রধান অতিথির বক্তব্যে ড. এ এস এম আমনুল্লাহ বলেন, “কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের মূল কাজ শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা দেওয়া। রাজনীতি করতে হলে তা রাজনৈতিক অঙ্গনে করতে হবে। শিক্ষকরা প্রত্যক্ষ রাজনীতিতে জড়ালে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়।” তিনি আরও বলেন,জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর অনেক কিছু নতুন করে শুরু করতে হয়েছে। ড. আমনুল্লাহ কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়ে জানান,কলেজের উন্নয়নে যেসব দাবি জানানো হয়েছে,তা দ্রুত বাস্তবায়ন করা হবে। জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, “শিক্ষার্থীদের আইটি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে হবে,যাতে তারা মানবসম্পদে পরিণত হতে পারে।” ড. আবেদ চৌধুরী কৃষি গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন,”দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে তরুণ প্রজন্মকে কৃষি ক্ষেত্রে গবেষণায় এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খাঁন। স্বাগত বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান। এছাড়া জতজয়ন্তী অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলী,অভিভাবক,বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: EducationKulauraMoulvibazarNews updateSylhet Pratidinলংলা আধুনিক ডিগ্রি কলেজ