মর্যাদার লড়াইয়ে চা শ্রমিকরা

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫

বাপ্পি দেব (শ্রীমঙ্গল):

চা শ্রমিকদের ন্যায্য মজুরি,ভূমির অধিকার,শিক্ষা,স্বাস্থ্য ও মর্যাদার জীবন নিশ্চিত করার দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো “চা শ্রমিক কনভেনশন” ও লাল পতাকা মিছিল

 

রোববার (২৫ মে) দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের আয়োজনে এ কনভেনশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ

 

কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশির সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা এড. আবুল হাসানের সঞ্চালনায় কনভেনশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শ্রম আন্দোলন নেতা রাজেকুজ্জামান রতন।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন;বাসদ মৌলভীবাজার জেলার সমন্বয়ক মঈনুর রহমান মগনু,হবিগঞ্জ জেলার জুনায়েদ আহমেদ,সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর,চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক ও আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলি তালাংসহ অনেকে। শ্রমিক নেতারা তাদের ৭ দফা দাবি সরাসরি শ্রম সংস্কার কমিশনের কাছে উপস্থাপন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সুলতান উদ্দিন আহমদ বলেন, “চা শ্রমিকদের দুঃখ ও বঞ্চনার ইতিহাস ১৭০ বছরেরও বেশি পুরনো। আমি এই জনগোষ্ঠীর সংগ্রাম, ইতিহাস ও সংস্কৃতি জানতে দেশে দেশে ঘুরে দেখছি। ইতিমধ্যে বিভিন্ন বাগানভিত্তিক গবেষণা ও প্রকাশনা সংগ্রহ করেছি। সামনে ৭টি ভ্যালিতে পৃথক কনভেনশন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে শ্রমিকদের দাবি বাস্তবায়নে সুসংগঠিত উদ্যোগ নেয়া যায়।”

 

কনভেনশন শেষে শহরের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য লাল পতাকা মিছিল, যেখানে শত শত শ্রমিক হাতে লাল পতাকা নিয়ে তাদের অধিকার আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।

সিলেট প্রতিদিন/এসডি.