শ্রীধরপাশায় আব্দুল হক রাহিমাহুল্লাহর স্মৃতিতে দোয়া মাহফিল সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫ মোঃ মুকিম উদ্দিন (জগন্নাথপুর প্রতিনিধি): সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে আল আখতার ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম আব্দুল হক রাহিমাহুল্লাহর স্মৃতিচারণ ও এলাকার মুর্দেগানদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) দিনব্যাপী ও রাত ১২টা পর্যন্ত দক্ষিণ বড় মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ মাহফিলে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। মাওলানা আখতারুজ্জামান ও মাওলানা আব্দুল গফ্ফার খান আলমগীরের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলীমের পরিচালনায় বয়ান পেশ করেন প্রধান অতিথি মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক সাহেব। বিশেষ অতিথি ছিলেন মাওলানা তাহির আহমদ দৌলতপুরী, মাওলানা হিফজুর রাহমান বসুরী, মাওলানা শামছুল ইসলাম পাটলী, মাওলানা তোফায়েল আহমেদ কামরান রানীগঞ্জী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। মাহফিল শেষে মরহুম আব্দুল হক রাহিমাহুল্লাহ ও এলাকার সকল মুর্দেগানের জন্য দোয়া করা হয় এবং দেশ ও প্রবাসী মুসলিমদের জন্যও বিশেষ দোয়া করা হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয়দের মধ্যে ঐক্য ও একতা প্রতিষ্ঠার পাশাপাশি মরহুমদের স্মৃতিতে শ্রদ্ধা জানানো হয়। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: JagannathpurNews updateSunamganjSylhet Pratidin