Admission Test: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, সেশনজট কমাতে নতুন উদ্যোগ সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪ শিক্ষাঙ্গনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবারও পরীক্ষা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এই তথ্য শনিবার (১৬ নভেম্বর) বগুড়ার শিবগঞ্জে এক অনুষ্ঠানে জানিয়েছেন। উপাচার্য বলেন, “আগামী বছর থেকে এই নতুন ব্যবস্থা চালু হবে। আমরা দেশের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে এবং বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমাতে কাজ করছি। ২০২৫ সালকে পরীক্ষাবর্ষ হিসেবে ঘোষণা করে আমরা সব পরীক্ষা আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরে শেষ করার লক্ষ্যে কাজ করছি। এতে সেশনজট ৬০-৭০ শতাংশ কমবে বলে আমরা আশা করি।” জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির ক্ষেত্রে গত কয়েক বছর ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকা অনুযায়ী শূন্য আসনগুলো পূরণ করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারাদেশে ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। এর মধ্যে সরকারি কলেজের সংখ্যা ২৬৪টি এবং বেসরকারি কলেজের সংখ্যা ৬১৭টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে মোট চার লাখ ৩৬ হাজার ২৮৫টি আসন ছিল। ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের এক হাজার ৯৬৯টি কলেজে ডিগ্রি (পাস) কোর্সে মোট ৪ লাখ ২১ হাজার ৯৯০টি আসন ছিল।প্রতিটি বিষয়ে নির্দিষ্ট কিছু আসন বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এই কোটাগুলো হল: বীর মুক্তিযোদ্ধার সন্তান: ৩টি আসন আদিবাসী: ১টি আসন প্রতিবন্ধী: ১টি আসন পোষ্য: ৩টি আসন অর্থাৎ, প্রতি বিষয়ে সর্বোচ্চ ৮টি আসন বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত থাকবে। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: