ভূট্টা ক্ষেত থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার,স্বামী পলাতক সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫ হাসিনুজ্জামান মিন্টু (ঠাকুরগাঁও প্রতিনিধি): ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার আওলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামে একটি ভূট্টা ক্ষেত থেকে রুমা আক্তার (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুমা দুই সন্তানের জননী এবং তার স্বামী দেলোয়ার হোসেন (৪৫) পলাতক রয়েছেন। শনিবার (১৫ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে,রুমা দীর্ঘদিন ধরে স্বামীর হাতে নির্যাতনের শিকার ছিলেন। তারা অভিযোগ করেন,দেলোয়ার অন্য একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রাখতেন,যা জানার পর রুমা প্রতিবাদ করলে তাকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয় এবং পরে মরদেহ ভূট্টা ক্ষেতের মধ্যে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা জানান,রুমা খুব ভালো মেয়ে ছিলেন,তবে দেলোয়ারের অস্বাভাবিক আচরণ এবং মারধরের কারণে বেশ কয়েকবার ঘটনাটি তাদের নজরে আসে। আজ দুপুরে রুমার মরদেহ দেখে পুলিশে খবর দেন তারা। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকাবাসী দেলোয়ারের কঠোর শাস্তি দাবি করেছেন। ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীন মোহাম্মদ বলেন, “ঘটনার তথ্য নিশ্চিত হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত চলছে, এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: News updateSylhet Pratidinঠাকুরগাঁওভুল্লি