রিজেন্ট পার্ক এমডির ক্ষমা প্রার্থনা;চাঁদাবাজির অভিযোগ অস্বীকার

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

সিলেট প্রতিনিধি:

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে রিসোর্টে অনৈতিক কার্যকলাপের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।

এলাকাবাসীর আয়োজনে গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এ সভায় তিনি স্থানীয় মুরব্বিয়ানদের প্রতি আস্থা প্রকাশ করে বলেন,’বিষয়টির সমাধান এলাকায় বসেই করতে চান এবং প্রশাসনের চাপে মামলায় যেতে বাধ্য হয়েছেন। তিনি প্রতিশ্রুতি দেন,সুষ্ঠু সমাধান হলে মামলা প্রত্যাহার করবেন’।

সভায় সভাপতিত্ব করেন;বিশিষ্ট মুরব্বি আব্দুল কাইয়ুম মাস্টার এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হাজী এম আহমদ আলী। এতে বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি,রাজনীতিবিদ,মুরব্বি ও রিসোর্ট সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

সভায় প্রধান আলোচনার বিষয়গুলো: রিসোর্টে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার,রিসোর্টে অনৈতিক কার্যকলাপের দায়ে ক্ষমা প্রার্থনা,বিষয়টির মীমাংসা করতে স্থানীয়দের ভূমিকার ওপর আস্থা,চাঁদাবাজি ও অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে স্থানীয়দের পরবর্তী কর্মসূচি।

 

পরামর্শ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়,আগামী রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় দক্ষিণ সুরমার চন্ডিপুলে একটি মানববন্ধন এবং পুলিশ কমিশনার,জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হবে

 

সভায় আরও উপস্থিত ছিলেন;সিলাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ,সামাজিক সংগঠনের নেতারা এবং এলাকার সহস্রাধিক জনতা সহ গণমাধ্যম কর্মীরা।

সিলেট প্রতিদিন/এসডি.