বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার তরুণী;গ্রেফতার ১

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

নিউজ ডেস্ক:

বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছিল ১৮ বছরের এক তরুণীর। সেই উপলক্ষে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নির্মম এক ঘটনার শিকার হন তিনি। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে ওই তরুণীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। তার সঙ্গে থাকা ১৭ বছর বয়সী চাচাতো বোনকেও শারীরিকভাবে লাঞ্ছিত ও ধর্ষণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা

ঘটনা ও মামলার বিবরণ থেকে জানা যায়;’গত বুধবার (১৭ জানুয়ারি) রাতে নবীগঞ্জ উপজেলার বাসিন্দা দুই তরুণী,যারা সম্পর্কে চাচাতো বোন। তারা দুজন ঢাকার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ শেষে ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। ঐদিন রাত ১১টার দিকে শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাস থেকে নেমে অটোরিকশা ভাড়া করেন তারা।

অটোরিকশা চালক কিছুদূর যাওয়ার পর আরও তিনজনকে গাড়িতে তুলে নেয়। আপত্তি জানালে চালক জানান,তারা সামনেই নেমে যাবেন। কিন্তু চালক হঠাৎ সড়ক ছেড়ে নির্জন রাস্তায় অটোরিকশা নিয়ে গিয়ে থামান। সেখানেই চালকসহ চারজন মিলে ১৮ বছরের তরুণীকে ধর্ষণ করেন। এ সময় ছোট বোনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ধর্ষণের চেষ্টা চালানো হয়।

চিৎকার করে পালিয়ে গিয়ে ছোট বোনটি গ্রামবাসীর সহায়তা চান। পরে ফিরে এসে বড় বোনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। ঘটনার রাতে তাঁরা গ্রামের এক বাড়িতে আশ্রয় নেন এবং পরদিন সকালে বাড়ি ফেরেন’।

ধর্ষণের শিকার তরুণীর মা রবিবার (১৯ জানুয়ারি) জানান, ‘মানসম্মানের ভয়ে তাঁরা দুই দিন নীরব ছিলেন। পরে মেয়ের অনুরোধে তিনি চুনারুঘাট থানায় মামলা করেন। মামলায় অটোরিকশার চালকসহ চারজনকে আসামি করা হয়েছে’।

চুনারুঘাট থানার ওসি নূর আলম রবিবার (১৯ জানুয়ারি) বলেন,’ঘটনার সঙ্গে জড়িত পারভেজ মিয়া (২৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে। ধর্ষণের শিকার তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন’।

ধর্ষণের শিকার তরুণীর মা আরও বলেন,”আমার মেয়ে অনেক কষ্ট করে টাকা জমিয়ে বিয়ের স্বপ্ন দেখছিল। এ ঘটনায় আমাদের সব স্বপ্ন ভেঙে গেছে। আমি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এদিকে জেলা পুলিশ জানিয়েছে,অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

সিলেট প্রতিদিন/এসডি.