শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল’

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

তিমির বণিক:

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পর্যটন শিল্পকে বিকশিত করতে প্রথমবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল’ মেলার আয়োজন করা হয়েছে।

আগামী ১০ থেকে ১২ জানুয়ারি বিটিআরআই সংলগ্ন কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে এই সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। এতে স্থানীয় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃ‌তিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন উপকরণ প্রদর্শনী হবে।

অঞ্চলভিত্তিক এ ‘হারমনি ফেস্টিভ্যাল’ মেলাকে সফল করার লক্ষ্যে প্রস্তু‌তি নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও শ্রীমঙ্গল উপ‌জেলা প্রশাসন। তারা সং‌শ্লিষ্ট‌দের নিয়ে কাজ করে যাচ্ছেন। নৃ-গোষ্ঠীর বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন এই হারমো‌নি ফে‌স্টিভ্যাল ১০ থেকে ১২ জানুয়ারি সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

শ্রীমঙ্গল ও সংলগ্ন এলাকায় বসবাসরত সকল ক্ষুদ্র নৃ‌-গোষ্ঠ‌ীদের এক‌টি প্ল‌্যাটফর্মে নিয়ে আসা হবে। তারা ৪৪‌টি স্টলের মাধ‌্যমে তাদের উৎপা‌দিত পণ‌্য,খাবার,জীবনাচার, পোশাক ইত‌্যা‌দি প্রদর্শন ও বিক্রয় করবে। এছাড়াও তাদের সংস্কৃ‌তি,নাচ-গান,ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয়া‌দি ম‌ঞ্চে পারফরমেন্স করবেন।

কুর্মীদের কুরমা‌লি নৃত‌্য,ভূ‌মিজদের ভূ‌মিজ নৃত‌্য, বুনারা‌জিদের উ‌ড়িয়া ভজন,লোহারদের ভুজপু‌রি রামায়ন কীর্তন,গঞ্জুদের গঞ্জু নৃত‌্য,কড়াদের কড়া নৃত‌্য, খা‌সিয়াদের ঐ‌তিহ‌্যবাহী পোশাক ডিয়া কেরছা ও মালা প‌রিধানের মাধ‌্যমে নাচ-গান,তীর-ধনুক প্রতিযো‌গিতা, সীয়াট বাটু (গুল‌তি দি‌য়ে খেলা), কিউ থেনেং (তৈলাক্ত বাঁশে উঠার প্রতি‌যো‌গিতা),ত্রিপুরা জনগোষ্ঠীর কাথারক নৃত‌্য, বেসু নৃত‌্য, জুম নৃত‌্য, গ‌্যা‌রি পুজা, ক‌্যার পুজা, নক থাপেং মা পূজা, কাদং (রনপা), গারো জনগোষ্ঠীর জুম নৃত‌্য, আমোয়দেব (পুজা), গ্রীক্কা নাচ (মল্লয‌ুদ্ধ), চাওয়ারী সিক্কা (জামাই-‌বৌ নির্বাচন), চা‌ম্বিল নাচ (বানর নৃত‌্য), মা‌ন্দি নাচ, রে রে গান, সেরেন‌জিং (‌প্রেমকা‌হিনীর গান), ম‌ণিপুর‌ী জনগোষ্ঠীর রাসলীলা নৃত‌্য, পুং চলোম নৃত‌্য (‌ঢোল নৃত‌্য), রাধাকৃ‌ষ্ণ নৃত‌্য এবং সিলেটের ঐ‌তিহ‌্যবাহী ধামাইল নৃত‌্য প্রদ‌র্শন করা হবে।

এছাড়াও খা‌সিয়া‌ জন‌গোষ্ঠীর পান নিয়ে লাইভ প‌রিবেশনা, ত্রিপুরাদের কোমর তাঁত,ম‌ণিপুরীদের লাইভ তাঁত,চা ও রাবার প্রসে‌সিং, হোমস্টে, কুমারদের লাইভ মা‌টির জি‌নিসপত্র প্রস্তুত করা থাকছে উৎসবের অন‌্যতম আকর্ষণ।

পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমনি ফেস্টিভ্যাল’ নামে মেলার আয়োজন করা হয়েছে।

সিলেট প্রতিদিন/এসডি.