নির্যাতিত সাংবাদিক সংগঠন মৌলভীবাজারের আহ্বায়ক মশাহিদ ও সদস্য সচিব কাঁকন

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে গত ৪ আগষ্ট গণঅভ্যুত্থানে নির্যাতিত,নিপীড়িত ও নানাভাবে ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে “৪ আগষ্ট নির্যাতিত সাংবাদিক সংগঠন,মৌলভীবাজার” এর এডহক (আহ্বায়ক) কমিটি গঠন করা হয়।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শহরের আরএস কায়রান হোটেলে দুপুর ২টায় গণঅভ্যুত্থানে নির্যাতিত সাংবাদিকদের এক সভা অনুষ্ঠিত হয়।

 

এরপর সভায় সর্বসম্মতিক্রমে মো: মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক সিলেট বাণী) মৌলভীবাজার জেলা প্রতিনিধি’কে কমিটির আহ্বায়কএ.এস কাঁকন (নাগরিক টিভি ও দৈনিক ভোরের পাতা) মৌলভীবাজার জেলা প্রতিনিধি’কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট এডহক (আহ্বায়ক) কমিঠি গঠন করা হয়।

 

সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়ে সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষমতাসীন ক্যাডারদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন ও জান-মালের ক্ষতিগ্রস্থ হয়েছেন,এই ধরনের নির্যাতিত, ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা। যাতে তারা যথাযথ বিচার ও ক্ষতিপূরণ পায়।

 

একইসাথে অর্ন্তবর্তী সরকার এবং ভবিষ্যতের যেকোনো সরকারের সময় পেশাগত কাজের জন্য নিপীড়নের শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ানো,নির্যাতিত সাংবাদিকদের ন্যায়বিচার বিচার নিশ্চিতে কাজ করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সিলেট প্রতিদিন/এসডি.